Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বিগত বছরসমূহে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি এর উল্লেখযোগ্য কর্মকান্ড

 

০১। অবকাঠামোগত উন্নয়ন :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “জেলা পাবলিক লাইব্রেরিসমূহের উন্নয়ন (৩য় পার্যায়)” প্রকল্পের আওতায় ২০১১ সালে ৫০০০ বর্গফুট আয়তন বিশিষ্ট জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি এর নিজস্ব ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

০২। পুস্তক সংগ্রহ :

গণগ্রন্থাগারের প্রধান অনুষঙ্গ পুস্তক ও অন্যান্য পাঠসামগ্রী। পুস্তকের সংখ্যা ও গুণগত বৈশিষ্ট্য গণগ্রন্থাগারের অবস্থানিক গুরুত্ব ও মর্যাদা নির্ধারণ করে। পুস্তক সংগ্রহ খাতে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি প্রতিবছরই গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক নির্দিষ্ট অর্থ বরাদ্দ অনুযায়ী পুস্তক সংগ্রহ করে থাকে। জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি বর্তমান পর্যন্ত ৩৩,৫৩৬ টি পুস্তক সংগ্রহ করেছে।

০৩। সদস্য সংগ্রহ :

খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণকে বইধার সেবা প্রদানের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার সারা বছর সদস্য সংগ্রহ করে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রন্থাগারের সদস্য সংখ্যা ক্রমাণ্বয়ে বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোর ও বিদ্যালয়ের শিক্ষার্থী। উল্লেখ্য যে, অত্র গ্রন্থাগারের বর্তমান লেন্ডিং সদস্য সংখ্যা ১৮০ জন।

০৪। পাঠক উপস্থিতি বৃদ্ধিকরণ:

“পাঠকরাই গ্রন্থাগারের প্রাণ” একথা মাথায় রেখে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি প্রতিনিয়ত পাঠক উপস্থিতি বাড়াতে কাজ করে যাচ্ছে। উদাহারণস্বরুপ ২০১৮-২০১৯ অর্থবছরে এই সংখ্যা ছিল মোট ৫৫,৫০০ জন পাঠক গ্রন্থাগার সেবা গ্রহণ করেছেন সেখানে ২০১৭-২০১৮ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫৫,০০০ জন।

০৫। পাঠাভ্যাস বৃদ্ধিকরণ :

সাধারণ জনগণের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক কাজে উৎসাহ প্রদানের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি বিভিন্ন সময়ে আলোচনা সভা, গ্রন্থ প্রদর্শনী, গ্রন্থাগার সেবা সংক্রান্ত প্রচারণা কার্যক্রম ইত্যাদির আয়োজন করে থাকে।

০৬। প্রতিযোগিতা অনুষ্ঠান :

গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি কর্তৃক ১৫ আগস্ট জাতীয় শোকদিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১লা বৈশাখ বাংলা নববর্ষ, জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন উপলক্ষে রচনা, চিত্রাংকণ, কবিতা আবৃত্তি, বইপাঠ, সুন্দর হাতের লেখা, গল্পবলা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার ও সনদ প্রদান করা হয়। ফলে এসব প্রতিযোগিতায় প্রতিযোগির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, গত ২০১৯-২০২০ অর্থবছরে ৫৫০ জন প্রতিযোগি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

০৭। আইসিটি (ICT) কার্যক্রম :

আইসিটি কার্যক্রম আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ির ইন্টারনেট সদস্যদেরকে বিনামূল্যে ইন্টারনেট সেবা, ফটোকপি সেবা প্রদান করে থাকে। তাছাড়া A2I কর্মসূচী আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ির নিজস্ব ওয়েব সাইট (publiclibrary.khagrachhari.gov.bd) তৈরি করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের সার্বক্ষণিক তথ্যসেবা প্রদানের জন্য গ্রন্থাগারের নিজস্ব ফেইসবুক (https://www.facebook.com/dgpl.khagrachhari.1) ও ইমেইল ঠিকানা- (dgplkhagrachhari@gmail.com) খোলা হয়েছে। এছাড়াও দাপ্তরিক সকল কার্যক্রম ই-নথির মাধ্যমে সম্পন্ন করা হয়।

০৮। বেসরকারি গণগ্রন্থাগার রেজিস্ট্রেশন :

 গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত অঞ্চলের বে-সরকারি গ্রন্থাগার জরিপ ও নিবন্ধন দিয়ে থাকে। উল্লেখ্য যে, এ পর্যন্ত খাগড়াছড়ি জেলার ১৮ (আঠার) টি বে-সরকারি গ্র্রন্থাগারকে নিবন্ধন দেয়া হয়েছে।

 

 ২০২০-২০২১ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ :

 

১। ২০১৯-২০২০ অর্থ সালে গণগ্রন্থাগার অধিদপ্তর হতে সরবরাহকৃত সম্ভাব্য ১২০০ খানা পুস্তক অন্তর্ভক্তি করত: যথাসময়ে পাঠকদের জন্য পাঠকক্ষে বিতরণ।

২। জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি এর ইন্টারনেট সেবার সম্প্রসারণ।

৩। জাতীয় দিবসসমূহে সম্ভাব্য ২০ টি প্রতিযোগিতার আয়োজন।

৪। জাতীয় দিবসসমূহে সম্ভাব্য ১১০ জন প্রতিযোগিকে সনদ প্রদানের আয়োজন।

৫। নিবন্ধিত গণগ্রন্থাগার সমূহের প্রধানদের নিয়ে ত্রৈমাসিক সমণ্বয় সভা আয়োজন।

৬। ৫ ফেব্রুয়ারি ২০২১ যথাযোগ্য মর্যদায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন।

৭। গ্রন্থাগারে ইন্টারনেট সেবার সম্প্রসারণ।