২০১৯-২০২০ অর্থবছরে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি এর উল্লেখযোগ্য কার্যক্রম :
০১। পুস্তক সংগ্রহ : গণগ্রন্থাগারের প্রধান অনুষঙ্গ পুস্তক ও অন্যান্য পাঠসামগ্রী। জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি প্রতিবছরই গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে নির্দিষ্ট পরিমাণ পুস্তক ও অন্যান্য গ্রন্থাগার সামগ্রী পেয়ে থাকে। ২০১৯-২০২০ অর্থবছরে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি ১২০২ টি পুস্তক সংগ্রহ করেছে।
০২। সদস্য সংগ্রহ : খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণকে বইধার সেবা প্রদানের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার সারা বছর সদস্য সংগ্রহ করে থাকে। এরই ধারাবাহিকতায় গত অর্থবছরে ২০ জন পাঠককে গ্রন্থাগারের সদস্য করা হয়েছে। উল্লেখ্য যে, অত্র গ্রন্থাগারের বর্তমান লেন্ডিং সদস্য সংখ্যা ১৮০ জন।
০৩। গ্রন্থাগার সেবা : “পাঠকরাই গ্রন্থাগারের প্রাণ” একথা মাথায় রেখে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি প্রতিনিয়ত পাঠক উপস্থিতি বাড়াতে কাজ করে যাচ্ছে। উদাহারণস্বরুপ ২০১৮-২০১৯ অর্থবছরে এই সংখ্যা ছিল মোট ৫৫,৫০০ জন পাঠক গ্রন্থাগার সেবা গ্রহণ করেছেন সেখানে ২০১৭-২০১৮ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫৫,০০০ জন।
০৪। রেফারেন্স সেবা : গ্রন্থাগারের একটি উল্লেখযোগ্য সেবা হল রেফারেন্স সেবা। জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি গত ২০১৯-২০২০ অর্থবছরে মোট ১৪৫০ জন সেবা গ্রহীতাকে রেফারেন্স সেবা প্রদান করা হয়েছে।
০৫। সম্প্রসারণমূলক সেবা : জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি সম্প্রসারণমূলক সেবার আওতায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহে রচনা, আবৃত্তি, বইপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, গল্পবলা প্রতিযোগিতা/গ্রন্থ প্রদর্শনী/আলোচনা অনুষ্ঠান/সেমিনার ইত্যাদি আয়োজন করে। গত ২০১৯-২০২০ অর্থবছরে ৭ (সাত) টি জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহে মোট ১২ (বার) টি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যেগুলো খাগড়াছড়ি জেলা ও উপজেলার মোট ৫৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছে।
০৬। তথ্য প্রযুক্তি সেবা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ির ইন্টারনেট সদস্যদেরকে বিনামূল্যে ইন্টারনেট সেবা, ফটোকপি সেবা প্রদান করে থাকে। গত ২০১৯-২০২০ অর্থবছরে মোট ১৩০০ জন সেবা গ্রহীতা গ্রন্থাগার থেকে বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করেছে। তাছাড়া A2I কর্মসূচী আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ির নিজস্ব ওয়েব সাইট (publiclibrary.khagrachhari.gov.bd) তৈরি করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের সার্বক্ষণিক তথ্যসেবা প্রদানের জন্য গ্রন্থাগারের নিজস্ব ফেইসবুক https://www.facebook.com/dgpl.khagrachhari.1) ও ইমেইল (ঠিকানা- (dgplkhagrachhari@gmail.com) মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। এছাড়াও দাপ্তরিক সকল কার্যক্রম ই-নথির মাধ্যমে সম্পন্ন করা হয়।
০৭। প্রাতিষ্ঠানিক সেবা : প্রাতিষ্ঠানিক সেবার আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় জেলার প্রত্যন্ত অঞ্চলের বে-সরকারি গ্রন্থাগার জরিপ ও নিবন্ধন দিয়ে থাকে। গত ২০১৯-২০২০ অর্থবছরে ০৪ (চারটি) টি বেসরকারি গ্রন্থাগার নিবন্ধন দেয়া হয়েছে। এ পর্যন্ত গ্রন্থাগারের মোট ১৮ টি বেসরকারি গ্রন্থাগার নিবন্ধিত রয়েছে।
০৮। উদ্ভাবনী উদ্যোগ : উদ্ভাবনী উদ্যোগ হিসেবে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি কর্তৃক গ্রন্থাগারের নিবন্ধিত নিয়মিত সদস্যদের নিয়ে পাঠক ফোরাম নামে একটি গ্রুপ গঠন করা হয়েছে।
০৯। অনলাইন সেবা : এই সেবার অংশ হিসেবে গ্রন্থাগার অনলাইনে সদস্য ফরম, বেসরকারি গ্রন্থাগার রেজি: ফরম, বিভিন্ন প্রতিযোগিতার ফরম ডাউনলোড সুবিধাসহ গ্রন্থাগার সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য প্রাপ্তির সুবিধা নিশ্চিত করা হয়েছে।
১০। সেবা সহজীকরণ : স্যোসাল মিডিয়া ফেইসবুক ও ওয়েব পোর্টাল ব্যবহার করে রেফারেন্স সেবা, সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা, গ্রন্থ পর্যালোচনা সেবা প্রার্থীর অভিযোগ/মতামত গ্রহণ, প্রতিযোগিতার বিজ্ঞপ্তি/ফলাফল প্রচার করা ইত্যাদি সেবা সহজে প্রদান করা হচ্ছে।
১১। তথ্য বাতায়ন হালনাগাদকরণ : মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I (এটুআই) এর কারিগরি সহায়তায় ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ির নিজস্ব ওয়েব সাইট (publiclibrary.khagrachhari.gov.bd) চালু করা হয়েছে করা হয়েছে এবং প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে।
২০২০-২০২১ অর্থবছরে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি এর সম্ভাব্য কর্ম-পরিকল্পনা :-
কর্ম পরিকল্পনা |
কর্মসম্পাদন সূচকসমূহ |
একক |
বিগত বছরের অর্জন ২০১৮-২০১৯ |
বিগত বছরের অর্জন ২০১৯-২০২০ |
লক্ষমাত্রা ২০২০-২০২১ |
পাঠক সেবা |
পাঠক উপস্থিতি |
জন (হাজার) |
৫৫.৫০ |
৪০.০০ |
২৪.০০ |
গবেষণা ও রেফারেন্স সেবা |
পাঠক উপস্থিতি |
জন (হাজার) |
২.০০ |
১.৪৫ |
০.৯৬ |
প্রতিযোগিতা অনুষ্ঠানের সংখ্যা |
অনুষ্ঠান |
সংখ্যা |
১০ |
০৭ |
৮ |
প্রতিযোগিতার আগ্রহ সৃষ্টি |
অংশগ্রহণকারী |
জন (হাজার) |
০.৫০ |
০.৩৬ |
০.৫০ |
পাঠক চাহিদা মোতাবেক পাঠসামগ্রী সংগ্রহ
|
পুস্তক সংগ্রহ |
সংখ্যা (হাজার) |
১.৩৫ |
১.৩০ |
১.৩৫ |
সরবরাহকৃত পুস্তক বিধিমোতাবেক সজ্জিতকরণ |
সংখ্যা (হাজার) |
- |
- |
০.৫০ |
|
জাতীয় গ্রন্থাগার দিবস |
দিবস উদযাপন |
তারিখ |
০৫.০২.২০১৯ |
০৫.০২.২০২০ |
০৫.০২.২০২১ |
ওয়ার্কশপ/সেমিনার/প্রশিক্ষণ |
ওয়ার্কশপ/সেমিনার সংখ্যা |
সংখ্যা |
- |
- |
৩ |
Stakeholder’s নিয়ে প্রশিক্ষণ |
সংখ্যা |
- |
- |
৪ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস